Monday, June 17, 2013

827119704   
827506372   
    
    
1778552725 1,289,450,200.00  
600002000 120,000,000.00  
    
   10,897,284.00 48.99998921
   1,778,552.00 7.99731647
    
    
   22,239,360.00

Thursday, January 31, 2013

২০১৩: যে মুভিগুলো দেখবেন

১. দ্য লাস্ট স্ট্যান্ড

আরনোল্ড সোয়ার্জনেগার ভক্তদের জন্য সুখবরই বটে। টার্মিনেটর ৩ এর পরে এই প্রথমবারের মত মুল চরিত্রে দেখা যাচ্ছে এই সুপারহিরোকে। অ্যাকশন ধাচের এই মুভি মুক্তি পাচ্ছে এই জানুয়ারীতেই। ছবির পরিচালক কোরিয়ান পরিচালক কিম-জি উন। মুভির মুল কাহিনী গরে উঠেছে রে অয়েন্স (আরনোল্ড সোয়ার্জনেগার) নামের এক ছোট শহরের শেরিফকে নিয়ে যে কিনা লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের একজন প্রাক্তন সদস্য। ঘটনাক্রমে সেই শহরে ছলে আসে এফ.বি.আই পলাতক এক ড্রাগ গ্যাং। তারা আমেরিকার বর্ডার পারি দিয়ে ম্যাক্সিকো চলে যেতে চায়। কিন্তু বাদ সাধে রে অয়েন্স ও তার পুলিশ বাহিনী।


৩০ মিলিওন বাজেটের এই মুভিটি মুক্তি পাচ্ছে ১৮ জানুয়ারী,২০১৩।.



২. স্ক্যারি মুভি ৫


হরর-কমেডি মুভি ভিতরে সবচেয়ে জনপ্রিয় সিরিজ সম্ভবত স্ক্যারি মুভি। সিরিজের আগের মুভি গুলো ভালো ব্যবসা করছে। যার ফলশ্রূতিতে ২০১৩ তে আসছে পঞ্চম মুভিটি। যদিও এই সিনেমাকে সিরিজের রিবুট হিসাবে ধরা হচ্ছে। তাই এই পর্বে প্রধান চরিত্রগুল নেই। আগের সব পর্বে অভিনয় করা আনা ফেরিস এই পর্বে নেই। তবে অব্যশই আছে দম ফাটানো হাসির কার্যকলাপ আর কাহিনি। অথিতি চরিত্রে অভিনয় করেছে মাইক টাইসন আর লিন্ডসে লোহান এর মত তারকারা। আর আগের সব পর্বের মত এবারও কিছু মুভিকে প্যারোদি করা হয়েছে। এই তালিকায় আছে প্যারানরমাল অ্যাক্টিভিটি, ব্ল্যাক সোয়ানের মত বিখ্যাত সিনেমা।

মুভিটি রিলিজ হবে ১২ এপ্রিল,২০১৩।


The Hunger Site




৩. আয়রন ম্যান ৩

সুপারহিরো মুভিগুলর মধ্যে আয়রন ম্যানের জনপ্রিয়তা বেশ। এর কারন একটাই টনি স্টার্ক চরিত্রে রবার্ট ডাওনি জুনিওরের অনবদ্য অভিনয়। মার্ভেলের আয়রন ম্যান সিরিজের আগের দুইটি মুভি অসাধারণ সাফল্য পেয়েছে। তাছাড়া অ্যাভেঞ্জার মুভিতেও দেখা গেছে আয়রন ম্যানকে। 

এই পর্বের মুল কাহিনী এখনো অজানা। এবার আয়রন ম্যানকে মুখোমুখি হতে হবে তার সবচেয়ে বড় শত্রু ম্যান্দারিনের সাথে। আর তাকে খুজতে হবে আর একতি প্রশ্ন ‘Does the man make the suit or does the suit make the man?’
আগামী বছরের একটি অন্যতম ব্যবসা-সফল সিনেমা হতে যাচ্ছে আয়রন ম্যান ৩। মুক্তি পাবে ৩ মে,২০১৩।


৪.ফাস্ট অ্যাণ্ড ফিউরিয়াস ৬


ফাস্ট অ্যাণ্ড ফিউরিয়াস সিরিজের পরবর্তী মুভি এটা। এই মুভির কাহিনী শুরু হয়েছে সেখান থেকেই যেখানে এর আগের পর্ব শেষ হয়। মুভিতে আগের পর্বের সব অভিনেতা-অভিনেত্রীই আছেন। এই পর্বে আবার ফিরে আসছে মিশেল রদ্রিগজ। সেই পুর্বাভাস অবশ্য ফাস্ট অ্যাণ্ড ফিউরিয়াস ৫ এর পোস্ট ক্রেডিট দৃশ্যে পাওয়া গিয়েছিল। এবারের পর্বের স্থান যুক্তরাজ্য। এখানেই দেখা যাবে আবার অসাধারণ সব স্পোর্টস কারের রেস আর দুর্দান্ত থ্রিলার- অ্যাকশন। 

মুভিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ২৪ মে,২০১৩ পর্যন্ত।

৫.দ্য হাংওভার পার্ট থ্রি


হাংওভার সিরিজের শেষ ছবি হতে যাচ্ছে দ্য হাংওভার পার্ট থ্রি। পরিচালক টড ফিলিপ্স।আগের পর্বের প্রধান চরিত্র গুলো এখানে আগের মতই আছে। আগের দুটো পর্বের মত এখানেও যে দম ফাটানো কাহিনী আর অদ্ভুত কান্ড-কারখানা থাকবে তা বলে দেয়াই যায়। Zach Galifianakis এর অনবদ্য অভিনয় দেখতে হলে এই সিনেমাটি দেখতেই হবে। মুক্তি পাবে ২৪ মে, ২০১৩।


[মূল লেখা - http://www.somewhereinblog.net/blog/abrar00shahriar/29722824 ]